জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
সোমবার রাতে এ ফল প্রকাশ করা হয়েছে। ‘গ’ ইউনিট প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. সুব্রত কুমার দে একথা জানিয়েছেন। তিনি আরো জানান, সংশ্লিষ্ট প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি তারিখ এবং অন্যান্য তথ্যাবলী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গতকাল সোমবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৬৫ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৪শত ৩৫জন শিক্ষার্থী।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৫/শরীফ