ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সন্দেহভাজন সমন্বয়ক সাখাওয়াতুল কবিরসহ ৪ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। এর ফলে তাদের বিচার শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন অভিযোগ গঠন করে সাক্ষ্যপ্রদানের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
সাখাওয়াতুল ছাড়া মামলার অপর আসামিরা হলেন- আনোয়ার হোসেন বাতেন, রবিউল ইসলাম ও নজরুল ইসলাম।।
রাষ্ট্রপক্ষের সহকারী কৌসুঁলি একেএম বসিরউদ্দিন মিঞা বলেন, মঙ্গলবার আদালতে চার আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন রাখেন বিচারক। শুনানির সময় সাখাওয়াতুল কবির ছাড়া বাকি তিন আসামি অভিযোগ অস্বীকার করে মামলা থেকে অব্যাহতি চাইলেও তা নাকচ হয়।
এর আগে, গত ১৫ মে এই মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক এ কে এম কামরুল আহসান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সাখাওয়াতুলকে ইসলামিক স্টেটের (আইএস) ‘বাংলাদেশে সমন্বয়ক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৮ জানুয়ারি সন্ত্রাসবিরোধী আইনে যাত্রাবাড়ী থানায় চারজনের বিরুদ্ধে এই মামলা করেন ডিবি উপপরিদর্শক মো. নজরুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, একই দিন যাত্রাবাড়ীর খানবাড়ী চৌরাস্তার একটি বাড়িতে জেএমবির আঞ্চলিক সমন্বয়ক সাখায়াতুল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের দিকনির্দেশনা অনুযায়ী সদস্য সংগ্রহের জন্য গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আইএস সম্পর্কিত জিহাদি প্রচারপত্র ও প্রচুর ভিডিওসম্বলিত ল্যাপটপ জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৫/মাহবুব