চট্টগ্রামে সোমবার ও মঙ্গলবার অভিযানে জামায়াত-শিবির কর্মী ও নারীসহ ১০৬ জনকে পৃথকভাবে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান বলেন, বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিনজনসহ ৫৮ জনকে গ্রেফতার করা হয়। সীতাকুণ্ড ও সাতকানিয়া থেকে জামায়াত-শিবিরের ৩, নিয়মিত মামলায় ৬ এবং ওয়ারেন্টভুক্ত ৪৯ জনসহ ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সোমবার রাতে বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ২৮ জনকে আটক করা হয়। পূর্ব বাকলিয়া এলাকায় একটি জুয়ার আসর থেকে ১২ জনকে ও নতুন ব্রিজ এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে ৩ যুবককে আটক করা হয়েছে। এছাড়া শাহ আমানত এলাকা থেকে ৩৯০ পিস ইয়াবাসহ একজন ও ১৬ পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়েছে। এতে সাজা পরোয়ানামূলে আটক করা হয় আরও ২ জনকে।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, পাচারের প্রস্তুতি কালে মঙ্গলবার দুপুরে সিটি গেইট এলাকা থেকে অভিযান চালিয়ে ২০জনকে আটক করা হয়েছে। আমরা পুরো বিষয়টি যাচাই বাচাই চলছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৫/ রশিদা