রাজধানীর তুরাগ এলাকায় বিকেএসপির এক খেলোয়াড়কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তুরাগ বাউনিয়ার ১০০ গজ রানওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শামীম (১৮) জানায়, সে বিকেএসপিতে খেলে। বগুড়ায় খেলা শেষে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাসযোগে উত্তরার জসিমউদ্দিন রোডে নামে সে। সেখান থেকে রিকশাযোগে তুরাগ বাউনিয়া বটতলায় তার বাসায় যাচ্ছিল। এ সময় ১০০ গজ রানওয়ে এলাকায় ৫ জন দুর্বৃত্ত তার রিকশার গতিরোধ করে তার কাছে যা আছে দিতে বলে। চিৎকার করে সে দুর্বৃত্তদের বাধা দিলে তারা এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে সংবাদ পেয়ে তার ভাই নাজিমুদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে ভর্তি করে।
আহত শামীমের ভাই নাজিমুদ্দিন জানান, শামীম কলেজ পড়ে। দুর্বৃত্তরা কুপিয়ে তার ভাইয়ের কাছ থেকে মোবাইল সেট ও বেশ কিছু টাকা নিয়ে যায়। তার হাত ও মাথায় গুরুতর জখম হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন