মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহের কিছু নেই বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতির প্রেক্ষিতে রবিবার সুপ্রিমকোর্টের বার ভবনে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তথ্য থাকা দরকার। কিন্তু এ বিষয়ে সঠিক কোন তথ্য নেই। তাই বেগম খালেদা জিয়া গত ২১ ডিসেম্বর শহীদদের সঠিক তথ্য থাকার বিষয়ে যা বলেছেন তাতে কোন ভাবেই রাষ্ট্রদ্রোহ হয়নি। তাছাড়া, ফৌজদারি দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় রাষ্ট্রদ্রোহের যে সংজ্ঞার কথা বলা হয়েছে তার বক্তব্য এ সংজ্ঞার আওতায় পড়ে না।
তিনি আরও বলেন, ‘সরকারকে উৎখাতের জন্য জঙ্গি কার্যক্রম করলে রাষ্ট্রদ্রোহ হয়। এই জিনিসটি এখানে করা হয়নি। আমি মনে করি সরকারি পর্যায়ে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের বিষয়ে সঠিক তথ্য থাকা দরকার।’
খন্দকার মাহবুব বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে আমরা মুক্তিযুদ্ধে শহীদদের বিষয়ে সঠিক তথ্য নিশ্চিত করবো। এ বিষয়টি বিএনপির আগামী নিবার্চনী ইশতেহারে অন্তর্ভূক্ত করা হবে।’
এর আগে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বক্তব্য দেওয়ার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৬/মাহবুব