চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩০ জন হতাহত হয়েছেন। রবিবার সকালে নগরীর কর্ণফুলী ও বাকলিয়া থানা এলাকায় এ ঘটনা ঘটে।
সিএমপি’র বন্দর জোনের সহকারি কমিশনার জাহেদুল ইসলাম বলেন, ‘রবিবার সকালে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে একটি পোশাক শ্রমিক বহনকারী বাস উল্টে যায়। এতে ২৫ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’
বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, ‘রবিবার সকালে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় একটি মিনিবাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সৈয়দ হোসেন শফিক নামে একজন নিহত এবং চারজন আহত হন।’
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা