রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইউনূস হত্যামামলার পুনঃবিচারের রায়ে দুই জেএমবি জঙ্গির ফাঁসির রায় কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন। মামলার আগের রায়ে খালাস পাওয়া ৬ জনকে পুনঃবিচারের রায়েও খালাস দেওয়া হয়েছে।
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, ২০১০ সালের ২৮ জানুয়ারি চাঞ্চল্যকর এ মামলার রায়ে জেএমবি জঙ্গি সাতক্ষীরার শফিউল্লাহ ওরফে তারেক ও নওগাঁর শহিদুল্লাহ ওরফে মাহবুবকে ফাঁসির দণ্ড দেন আদালত। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করেন দণ্ডপ্রাপ্তরা। আপিল বিভাগের বিচরাকরা মামলাটি পুনঃবিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালে আসার পর আদালত দুইজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ করেন। এরপর আজ এ রায় দেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় তার বাসা থেকে ৩০০ গজ দূরে আসামিরা ছুরিকাঘাত করে ড. ইউনূসকে হত্যা করে। এ ঘটনায় ইউনূসের ভাই আবদুল হালিম বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা করেন। ২০০৭ সালের ১০ সেপ্টেম্বর তদন্ত শেষে ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ২০০৯ সালের ২৫ আগস্ট মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। তখন এ মামলায় ২৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা