চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অঞ্জন চৌধুরী (৫০) নামের বাসের চালকের এক সহকারি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার খিলমোগল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃনিহত অঞ্জন রাউজান থানার কাল্ল মোড় এলাকার মৃত রাজকুমার চৌধুরীর ছেলে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, মাটির রাস্তা কাঁদা হয়ে থাকার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের সহকারি নিহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব