রাজধানীর শাহবাগ এলাকা থেকে মো. রাফাত (২২), রাজু (২২) শাওন (২৩) নামের তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পৌনে ১০টার দিকে ছিনতাইকালে তাদের আটক করা হয় বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক।
তিনি বলেন, মোটরসাইকেলযোগে ওই তিনজন এক নারী পথচারীর কাছ থেকে ছিনতাইকালে স্থানীরা ধরে গণধোলাই দিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই ছিনতাইকারীদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাদের শাহবাগ থানায় পাঠায়।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব