গাজীপুরে একটি পোশাক কারখানায় ডাকাতি করে পালানোর সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে চার ডাকাত আহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুরের কড্ডা ইসলামপুর এলাকায় ওশান গার্মেন্টের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যানসহ ডাকাতির মালামাল উদ্ধার করেছে।
গুলিবিদ্ধ চার ডাকাতকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, সুলতান উদ্দিন (৪২), সালাম (৪০), হামিদুল (৩০) ও মামুন (২৫)।
গাজীপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মিজানুর রহমান নামে এক ডাকাত ৩/৪ দিন আগে ওশান গার্মেন্টে নিরাপত্তা প্রহরীর চাকরি নেন। বৃহস্পতিবার রাতে সে ওই কারখানার পার্শ্ববর্তী একটি দোকান থেকে অন্য প্রহরীদের পিঠা খাওয়ালে তারা অচেতন হয়ে পড়ে। পরে রাত আড়াইটার দিকে ১৫/১৬ জনের একটি ডাকাতদল মাইক্রোবাসে করে ওই কারখানায় আসে। তারা কারখানার গোডাউন থেকে সুতা ও অন্যান্য মালামাল নিয়ে কারখানার কাভার্ডভ্যানে করে পালানোর সময় ডিবি পুলিশের মুখোমুখি হয়।
এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে চার ডাকাত গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়।
এসআই ইকবাল জানান, এরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। এ চারজনের নামে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ