সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র কাজী হাবিব হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি নাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে মৌলভীবাজার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাহিদ হাসান সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমবিএ'র ছাত্র। তিনি নগরীর সুবিদবাজার লন্ডনী রোডের ২/২ বাসার দুলাল হোসেনের ছেলে ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারে অভিযান চালিয়ে নাহিদ হাসানকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান দলীয় অন্তর্কোন্দলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুন হন। এ ঘটনার পরের দিন হাবিবের বড় ভাই বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।
মামলার বাকি আসামিরা হলেন- ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ সাগর, ইলিয়াছ আহমদ পুনম, ইমরান খান, সুবায়ের আহমদ সুহেল, ময়নুল ইসলাম রুমেল, তুহিন আহমদ, আওয়াল আহমদ সোহান, আশিক, সায়মন ও নয়ন।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ