রাজশাহীতে ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বিলশিমলা বন্ধগেইট রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোটিতে চালক ছাড়া তার কেউ ছিল না। তাই শুধু চালক-ই আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় চালককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম আল আমিন (১৭)। বাড়ি নগরীর দাশপুকুর এলাকায়।
প্রত্যক্ষদর্শী আজিজুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আসছিল। ওই সময় অসাবধানতাবশত ওই চালক মাইক্রোবাস নিয়ে লাইনের উপরে উঠে পড়ে। সংঘর্ষের পর ট্রেনটি মাইক্রোবাসটিকে ঠেলতে ঠেলতে ২০০ মিটারের বেশি দূর নিয়ে যায়। অবশেষে চালক ট্রেন থামালে স্থানীয় লোকজন মাইক্রোর মধ্যে আটকে থাকা চালক আল আমিনকে উদ্ধার করে ও রামেক হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে রামেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
রাজশাহী জিআরপি থানার উপ-পরিদর্শক আসলাম জানান, ঘটনার পর ট্রেনটি দাঁড়িয়ে না গেলে আরও বড় ক্ষতি হতে পারতো। মাইক্রোবাস চালক অসাবধানতাবশত রেল লাইনে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পরে ট্রেনটি নিজ গন্তব্যে ছেড়ে যায়।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ