চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার টোল রোড এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক চল্লিশ বছর। গতকাল
শুক্রবার সকালে সেনাবাহীনির ফায়ারিং রেঞ্জের পাশ্ববর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
হালিশহর থানার এসআই মোস্তাফিজ বলেন, আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বয়স প্রায় ৪০ বছর। স্থানীয়ভাবে জানা গেছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন