নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে নাগরিক ঐক্য।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য জিল্লুর সিদ্দিকী দিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লপী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সংগঠনের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কাওছার, কেন্দ্রীয় নেতা আতিক রহমান, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান, আবু বকর সিদ্দিক, গাজী ইসলাম উদ্দীন প্রমুখ।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, অবৈধভাবে মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়েছে। সরকারের অন্যায় অপকর্ম সম্পর্কে কথা বলেছেন বলেই তিনি গ্রেফতার হয়েছেন।
মাহমুদুর রহমান মান্না অন্যায় না করেই বিনা বিচারে কারাগারে আছেন শুধু অপকর্মের বিরুদ্ধে কথা বলার জন্যই। আর এ ঘটনা ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন