চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইরহাট পৌরসভার একটি স্বর্ণের দোকানো বোমার বিস্ফোরণ ঘটিয়ে ও অস্ত্রের মুখে স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাগরিবের নামাজের সময় বারইরহাটের শামীম জুয়েলার্সে এ ঘটনা ঘটে। পরে দুইটি গাড়িতে করে পালিয়ে যায় তারা।
এ সময় তাদের বোমা বিস্ফোরণে দোকানের কর্মচারী ও আশপাশের লোকসহ ৫ জন আহত হন।
দোকান মালিক শাহাবুদ্দিন দাবি করেছেন, দুর্বৃত্তরা তার দোকান থেকে অন্তত ২৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন