ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ২৭টি পদের মধ্যে সভাপতি-সেক্রেটারিসহ ২১টিতে বিজয়ী হয়েছে সাদা প্যানেল। সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান মানিক ও সেক্রেটারি হয়েছেন আইয়ুবুর রহমান।
অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ ৬ পদে বিজয়ী হয়েছে।
২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ