রাজধানীর হাজারীবাগ গণকটুলির সুইপার কলোনিতে রাম দুলালি (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
তার স্বামী কৃষাণ দাস জানান, দুই-তিন দিন ধরে তার স্ত্রী রাম দুলালি অসুস্থ ছিলেন। শুক্রবার রাত ৩টার দিকে বাথরুমে যাওয়ার সময় তিনি পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। চার বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একটা কন্যা সন্তান রয়েছে।
এদিকে খবর পেয়ে বংশালের নাজিরা বাজারের বাসা থেকে ঢামেক হাসপাতালে ছুটে আসেন রাম দুলালির বাবা লাল দাস। তিনি অভিযোগ করেন, রাম দুলালি পড়ে যায়নি। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ মৃত্যুর রহস্য উদঘাটন ও হত্যার বিচার চান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানায় জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ