রাজধানীর ওয়ারী থানাধীন একটি ৬তলা ভবন থেকে লাফ দিয়ে পাশের ভবনে যাওয়ার চেষ্টাকালে নীচে পড়ে অজ্ঞাতপরিচয় (৪৫) একজনের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, সকাল ৭টার দিকে ওয়ারীর ভগবতী ব্যানার্জী সড়ক থেকে তাকে অচেতেন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, পুলিশের ধারণা, ওই ব্যক্তি কোনো অসৎ উদ্দেশ্যে ৬তলা ওই ভবনে উঠে। পরে কেউ তাকে দেখে ফেলায় সে লাফ দিয়ে পাশের ভবনে যাওয়ার সময় নীচে পড়ে যায়।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব