খুলনায় সালমা বেগম (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর জিন্নাহপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সালমার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ ধারণা করলেও স্বজনদের অভিযোগ, সালমাকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
সালমার মরদেহ উদ্ধারের পর থেকে তার স্বামী রবিউল হোসেনও আত্মগোপনে রয়েছেন। রবিউল সালমার দ্বিতীয় স্বামী। পরকীয়ায় জড়িয়ে বিয়ে করেছিলেন তারা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কবির হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে সালমার প্রথম বিয়ে হয়। সে স্বামীর ঘরে তিনি দু'সন্তানের মা হন। কিন্তু এরমধ্যে রবিউলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সালমা। পরে কবিরকে ডিভোর্স দিয়ে ২-৩ মাস আগে রবিউলকে বিয়ে করেন তিনি।
লবনচরা থানা পুলিশ সালমার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, দ্বিতীয় স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে গৃহবধূ সালমা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে সালমার স্বামী রবিউল আত্মগোপনে রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ