নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার সকালে বরিশালের বিভাগীয় প্রশাসনের সভাকক্ষে আঞ্চলিক নির্বাচন কমিশন আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ২২ মার্চের ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনকে নানা দিক নির্দেশনামূলক পরামর্শ দেন এই নির্বাচন কমিশনার।
বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি হুমায়ুন কবির, মেট্রো পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল ও জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। বরিশাল বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ, জেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব