ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের অনুমোদন চেয়ে আবেদন করেছে পুলিশ।
শনিবার মামলার তদন্ত কর্মকর্তা ও নগরীর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) নুর হোসেন স্বরাষ্ট্র সচিবের কাছে এ আবেদন করেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কোন রাষ্ট্রদ্রোহ মামলা তদন্ত করার আগে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। তাই মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটিও তদন্তের জন্য অনুমোদন নিতে স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ে আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দুর্নীতি’ নিয়ে সংবাদ প্রকাশ করে ডেইলি স্টার। ওই সংবাদ প্রকাশ করা তার সাংবাদিকতা জীবনের বড় ভুল বলে মন্তব্য করেন মাহফুজ আনাম। তাঁর এ মন্তব্যের পর সারা দেশের ন্যায় গত ১৭ ফেব্রুয়ারী চট্টগ্রামেও আরেকটা মামলা দায়ের করেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন। আদালত মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন কোতোয়ালী থানার ওসিকে।
বিডি-প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন