রাজধানীর মধ্য বাড্ডায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৪৫) ও বাদশা (৩২) নামের ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ শ্রমিক।
শনিবার বিকালে জামতলা স্বাধীনতা সরণির একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে বলে জানান বাড্ডা থানার ওসি আবদুল জলিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে থাকা প্রতিবেদক প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জেনেছেন
জানা গেছে, জানালার জন্য তৈরি করা গ্রিল নিয়ে পঞ্চম তলায় ওঠার সময় সেটি রাস্তায় থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে মনির, বাদশা, মজিব ও রাজু নামে চার শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অন্যান্যরা তাদের উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির ও বাদশাকে মৃত বলে ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব