রাজধানীর উত্তরায় বাসার রান্না ঘরের গ্যাসপাইপ বিস্ফোরিত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ৫ জনের মধ্যে গতকাল নিহত দুই শিশুর বাবা মো. শাহ নেওয়াজ (৫০) মারা গেছেন।
শনিবার বিকেলে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পরিবারের ছোট ছেলে জায়ান বিন শাহনেওয়াজ (১৪ মাস) মারা যায়। এর ঘণ্টা খানেক পর বড় ভাই শালিন বিন নেওয়াজ (১৫) মারা যায়।
বর্তমানে দগ্ধ ৫ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনজন। তারা হলেন শিশুদের স্ত্রী সুমাইয়া বেগম (৪০) ও ছেলে জারিফ (১১)।
প্রসঙ্গত, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর বাড়ির সপ্তম তলার রান্না ঘরের গ্যাসপাইপ বিস্ফোরিত হয়ে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হন। এরপর এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব