রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে ৫০ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বারসহ আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের পারুল বেগম নামে এক নারীকে আটক করেছে র্যাব।
শনিবার বিকেলে র্যাব -১ এর ডিউটি অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার কামাল উদ্দিন এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে তাকে আটক করা হয়।
তিনি বলেন, এক সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ৫০ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়েছে।
আটক পারুলের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন