রাজধানীর মহাখালীর ২১ তলা বিশিষ্ট ব্র্যাক সেন্টার ইন’র আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট তৎপরতা চালিয়ে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার সন্ধ্যা ৭টায় ভবনটির পঞ্চম তলার রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। পরে ছুটে যায় আরও পাঁচটি ইউনিট।
ইউনিটগুলোর কর্মীদের ঘণ্টাব্যাপী তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার আতিকুর রহমান।
ব্র্যাক সেন্টার ইন’র নিরাপত্তাকর্মী জসিম জানান, শনিবার ছুটির দিন হওয়ায় সেন্টার বন্ধ ছিল। এ কারণে কারও ভবনে থাকার আশঙ্কা ছিল না।
বিডি-প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন