গাজীপুরের কোনাবাড়ীতে দু’টি ঝুট গুদাম ও একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রেণে আনলেও এতে ঝুট গুদাম দু’টি এবং বাসার তিনটি কক্ষ আগুনে পুড়ে গেছে।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে কোনাবাড়ী পারিজাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, রাত ৩টার দিকে পারিজাত এলাকায় প্রথমে একটি ঝুট গুদামে আগুন লাগে। এ সময় পাশে থাকা আরেকটি ঝুট গুদাম ও একটি আধাপাকা বাসার তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে গুদামে থাকা ঝুট ও বাসার আসবাবপত্র পুড়ে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব