রাজধানীর রামপুরায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে হেনা আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত হেনা আক্তারের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। স্বামীর নাম জাহিদ হোসেন।
পুলিশ ও এলাকাবাসী বলছে, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকার ৫ তলা ভবনের ছাদ থেকে হেনা আক্তার পড়ে যান। ওই সময় তিনি কেন ছাদে গিয়েছিলেন বা কীভাবে পড়ে গেলেন তা কেউ বলতে পারেনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পুলিশ। সকাল পৌনে সাতটার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামের হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব