সাভারে পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী চার প্রতারককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আনিছ (৩০), আলিম (৩৮), সেন্টু (৩৫), খবির উদ্দিন (৩২)।
সাভার মডেল থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আটক প্রতারকরা দীর্ঘ দিন ধরে সাভারের উলাইল ও আমিনবাজার এলাকায় বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারণাকালে আমিনবাজার থেকে দু’জন ও উলাইল থেকে দু’জনকে আটক করে পুলিশ।
তিনি আরও জানান, আটক চার জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ