রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
রবিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামছুন নাহার এ দিন ধার্য করেন।
এদিন আদালতে রনির পক্ষে শুনানি করেন কাজী নজিবুল্লাহ হিরু। রাষ্ট্রপক্ষে ছিলেন মোহাম্মাদ মাকসুদ। শুনানিকালে হাসপাতাল থেকে রনিকে আদালতে হাজির করা হয়।
এর আগে, ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস এ মামলায় রনিকে একমাত্র আসামি করে এবং তার গাড়ি চালক ইমরানের অব্যাহতি চেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় বখতিয়ার আলম রনিকে তিন দফা ১০ দিনের রিমান্ড শেষে গত বছর ২ জুলাই আদালত তাকে কারাগারে পাঠান।
প্রসঙ্গত, গত বছরের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এরপর ওই বছরের ১৫ এপ্রিল হাকিমের মা বাদি হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব