বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে আগামীকাল সোমবার সারাদেশে বিক্ষোভে কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচির ডাক দেন।
বিক্ষোভ সফল করতে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখাসহ সব ইউনিটকে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি নাশকতার ৯ মামলায় জামিন চেয়ে আদালতে আত্মসমপর্ণ করেন এ্যানী। শুশানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব