বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২৫ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হওয়াকে সরকারের উন্নয়নের প্রতি আস্থা হিসেবে দেখছে ক্ষমতাসীন দলটি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাদের কিছু প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এটা হতেই পারে। বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ৭ বছরে দেশে যে পরিমাণ উন্নয়ন করেছে, তাতে মানুষের আস্থা সৃষ্টি হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। এখন দেশের ৮০ ভাগ মানুষই এটা বিশ্বাস করে একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন হতে পারে।’
সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, এ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মেজবাহ উদ্দিন সিরাজ, বীর বাহাদুর, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন