টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্থগিত উপ নির্বাচনের তারিখ পুর্ননির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার ইসির উপ সচিব মো. শামসুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ২০ মার্চ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। হাইকোর্টের এক আদেশের কারণে নির্বাচনটি স্থগিত ছিলো।
এ আসনে উপ নির্বাচনের আগে যারা প্রার্থী হয়ে ছিলেন তারাই অংশ নিতে পারবেন।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন