চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এলাকায় ধসে পড়া পুরনো দেয়ালের নিচে চাপা পড়ে ৫ শিশু আহত হয়েছে।
রবিবার বেলা পৌনে একটার দিকে গোলাপ সিংহ লেইনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর।
আহতরা হল মেহেদী (৯), রিয়াদ (৭), সজীব (৬) ও আরিফকে (৪) ও ইয়াসিন (১৫)। এদের মধ্যে প্রথম ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ইয়াসিনকেক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আলী আকবর আরও জানান, দেয়ালটির এক পাশে খালি জায়গায় একটি নতুন ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ হচ্ছে। দেয়ালটির অন্য পাশে ওই সব শিশুরা খেলা করছিল। এক পর্যায়ে দেয়ালটির কিছু অংশ ধসে পড়লে তার নিচে ওই ৫ শিশু পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব