রাজধানীর দক্ষিণখানের সরদার পাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে দু’টি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত দক্ষিণখানের দলিয়া ২৪২ নং বাসায় ডিবি উত্তর টিম এ অভিযান চালায়।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (মহানগর দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ সাংবাদিকদের জানান, রাজধানীর মোহাম্মদপুর থানায় কয়েকদিন আগে একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। আজকের অভিযানে এই আস্তানার সঙ্গে তার মিল রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন