রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় মিলন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বেলা ১২টার দিকে তেজগাঁওয়ে কুনিপাড়ার একটি বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলনকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে শমরিতা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মিলন মুন্সীগঞ্জের সিরাজদীখান এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
তেজগাঁও শিল্প থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'আমরা জানতে পেরেছি মিলন বিবাহিত। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।'
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ