রাজধানীর ক্ষিলক্ষেত রেল ক্রসিংয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে বসির উল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর।
তিনি বলেন, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পথচারীরদের বরাত দিয়ে তিনি আরও বলেন, বসির উল্লাহ মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। তার কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে জানা যায়, তার নাম বসির উল্লাহ। তবে তার গ্রামের বাড়ি ও ঢাকা কোনো ঠিকানা পাওয়া যায়নি।
রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান এসআই আলী আকবর।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৬/মাহবুব