রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই সন্তান হত্যা মামলার একমাত্র আসামি তদের মা মাহফুজা মালেক আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তার খাস কামরায় এ জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি গ্রহণ শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এর আগে রিমান্ডে থাকাকালীন সময়ে মামলার তদন্ত কর্মকর্তার কাছে স্বীকারোক্তি দেওয়ার ইচ্ছার কথা জানান মাহফুজা। পরে তদন্ত কর্মকর্তা মাহফুজারে আদালতের কাছে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন আদালতের কাছে।
আদালত সূত্র জানায়, মাহফুজা মালেক আদালতে দেওয়া জবানবন্দিতে দুই সন্তানের হত্যার কথা স্বীকার করেন। তিনি সন্তানদের শিক্ষা জীবন ও ভবিষ্যত নিয়ে হতাশা থেকেই দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। তার ধারণা ছিল, সন্তানেরা বড় হয়ে কিছুই করতে পারবে না। এই দুশ্চিন্তা থেকেই ২৯ ফেব্রুয়ারি বিকেলে প্রথমে মেয়ে অরণীকে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ছেলে আলভিকে খাটের উপর ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর সন্তানদের লাশের সামনে কিছু সময় কান্নাকাটি করেন। পরে স্বামী ও অন্যান্যদের খবর দেন তিনি। মেয়ে নুসরাত আমান অরণী ভিকারুননিসা নূন স্কুলের পঞ্চম শ্রেণি এবং ছেলে আলভি আমান হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নার্সারির শিক্ষার্থী ছিল।
গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীতে খুন হয় নুসরাত আমান ও আলভী আমান নামের দুই শিশু। এ ঘটনায় তাদের বাবা আমান উল্লাহ রামপুরা থানায় এ মামলা করেন।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৬/ রশিদা