'ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ'-এর উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার নির্দেশনামূলক অনুষ্ঠান ‘CORPO-ROUTE KEY’। এতে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন। চট্টগ্রামের অভিজাত হোটেল আগ্রাবাদে অনুষ্টিত ক্যারিয়ান নির্দেশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্যারিয়ার ক্লাব ক্যাপাবিলিটি’র স্পেশিয়ালিস্ট ইম্মা হার্ট, এয়ারটেল বাংলাদেশের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা, ইউনিলিভার বাংলাদেশের ব্রান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার, গ্রামীণ ফোনের চীফ অফিসার আসিফ তাওহীদ, বাংলাদেশ সাপ্লাই চেইন কাউন্সিলের প্রেসিডেন্ট নাঈম হোসাইন, ব্রিটিশ-আমরিকান টোবাকো বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর এস এম খালেদ প্রমুখ। এতে সামপনী বক্তব্য রাখেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার।
অনুষ্ঠানে বক্তারা নিজেদের কর্পোরেট অভিজ্ঞতাও অংশগ্রহণকারীদের সঙ্গে শেয়ার করেন। তারা বলেন, বিগত কয়েক বছর ধরে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ সারাদেশে বিভিন্ন ধরণের ইভেন্টের আয়োজন করে যাচ্ছে। যেগুলো খুবই উপকারী ও সর্বত্র প্রশংসিত।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অতিথিদের বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্ন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। কোম্পানিগুলোতে চাকুরির জন্য সরাসরি সিভি জমা দেন তারা।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৬/ রশিদা