চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রবিবার সকালে এবং শনিবার গভীররাতে মীরসরাই ও নগরীতে এ দুটি ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল হক বলেন, রবিবার সকালে জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট এলাকায় একটি পিকআপ ভ্যান-সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মা শাহিদা আকতার এবং তার দু ছেলে সাইদুল ও সাইমন নিহত হন। এক ঘটনায় শাহিদার স্বামী মো. দিদারও আহত হন।
ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শনিবার রাতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস রেজাউল করিমকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রেজাউল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মোতালেব হোসেনের ছেলে।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৬/ রশিদা