যশোরের ঝিকরগাছা উপজেলার বিএম হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র শিশু মিরাজ হত্যা মামলায় ৫ জনের ফাঁসি এবং ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারক এম আব্দুর রব হাওলাদার রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন: ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহিদুল হাসান মিলন, ইউসুফ ড্রাইভারের ছেলে মো. মহসিন রেজা শাহিন, গোলাম হোসেনের ছেলে মামুন চৌধুরী মুকুল, আব্দুল খালেকের ছেলে রুবেল হোসেন ও মো. শুকুর আলীর ছেলে মো. সোহাগ। এছাড়া একই এলাকার মো. ইকবাল হোসেন, রাশিদা বেগম, আবুল কাশেম ও হযরত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
জানা যায়, ২৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ২০১৩ সালের ২০ নভেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রাম থেকে শিশু মিরাজকে অপহরণ করে হত্যা করা হয়। গত বছরের ১ সেপ্টেম্বর দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদারের আদালত ৯ জনের বিরুদ্ধে চার্জগঠন করেন।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৬/ রশিদা