চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) উপ-সচিব মো. আবুল হোসেন। আবুল হোসেন চসিকের বর্তমান সচিব রশিদ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব সেবাস্টিন রেমা স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। তবে বর্তমানে সচিবের দায়িত্বে থাকা রশিদ আহমদের বিষয়ে এখনো কোনো আদেশ জারি করা হয়নি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন সচিব নিয়োগ সংক্রান্ত আদেশ দেখেছি। তবে মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত আদেশ আমরা পাইনি।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৬/ রশিদা