ঋণের বন্ধকী সম্পত্তি দুর্নীতির মাধ্যমে ছাড়িয়ে দেয়ার দায়ে কৃষি ব্যাংকের দু কর্মকর্তাসহ চারজনকে ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। রবিবার এ আদেশ দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন: বাংলাদেশ কৃষি ব্যাংক বায়েজিদের চা বোর্ড শাখার তৎকালীন ম্যানেজার শাহেদ হাসান, সেকেন্ড অফিসার মীর কাসেম, ফিশ হোম এন্টারপ্রাইজের কর্মকর্তা সাইদুল হক ও দীপক চৌধুরী।
আদালত সুত্রে জানা যায়, রপ্তানীকারক প্রতিষ্ঠান ফিশ হোমে এন্টারপ্রাইজ ব্যাংকে বন্ধক রেখে ২ কোটি ৪০ লাখ টাকার ঋণ নেয়। পরবর্তীতে দণ্ডিত আসামিরা পরস্পরের জোগসাজশে ব্যাংক কর্তৃপক্ষের অগোচরে বন্ধকীকৃত সম্পত্তি ছাড়িয়ে নেন। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করে ব্যাংক। ১৯৯৮ সালের ১৫ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়া হয়। ১৮ জনের সাক্ষী শেষে রবিবার চারজনকে ১০ বছর করে কারাদণ্ড, ৬০ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।'
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৬/ রশিদা