রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জেএমবি সদস্যকে আটক করেছে র্যাব। আটকদের মধ্যে ময়মনসিংহ জেলার জেএমবি আমির আকন্দও রয়েছেন। তাদের কাছে থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান রবিবার (১৩ মার্চ) রাতে এ তথ্য জানান। তিনি বলেন, ডেমরা মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা পাঁচ জেএমবি সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ আইইডি, বিস্ফোরক দ্রব্য এবং বোমা উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/ এস আহমেদ