গাজীপুরের টঙ্গী থেকে ৩৫টি এক হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করেছেন এলাকাবাসী। তার নাম মো. রানা (২৫)।
আটক রানা বরিশালের উজিরপুর থানার মৃত জাকির আহম্মেদের ছেলে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মজিবুর রহমান জানান, রবিবার রাতে টঙ্গী সাতাশ এলাকায় বিভিন্ন দোকানে ১ হাজার টাকার জাল নোট ভাংতি করতে যান রানা। এসময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে মোট ৩৫টি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
রানা প্রায় এক মাস ধরে ঢাকার মধ্য বাড্ডা এলাকায় ভাড়া বাড়িতে থেকে এসব কাজ করছেন বলে স্বীকার করেছেন। জাল নোটসহ এক ব্যক্তিকে আটকের বিষয়টি পুলিশকে জানিয়েছেন এলাকাবাসী।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/শরীফ