প্রায় পাঁচ মাস কারাভোগের পর ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল রাতে কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। আজ সোমবার সকালে দলীয় সূত্রে তার জামিনের বিষয়টি জানা যায়।
এর আগে ২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশ সালাউদ্দিন বাবুর নামে বিভিন্ন অভিযোগে ২৬টি মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিত ২০১৫ সালের ২৫ অক্টোবর ভোরে রাজধানীর পরিবাগের নিজ ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ। তারপর থেকে তিনি জেল হাজতে ছিলেন।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/শরীফ