গাজীপুর আদালত থেকে জামিন পেয়েছেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। সোমবার সকালে আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে তাকে জামিন দেয়া হয়। গত ১৭ ফেব্রুয়ারি দায়েরকৃত মানহানি মামলায় এ জামিন পেলেন মাহফুজ আনাম।
গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খাঁন ৫ কোটি টাকার মানহানি মামলাটি করেন। পরে আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেন।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৬/ রশিদা