বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ ওয়াই মশিউজ্জামান ও ব্যারিস্টার মুক্তাদির রহমান।
এর আগে গত ৯ মার্চ রিট আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন আইনজীবী এনামুল হক। তারও আগে গত ৩ মার্চ এ বিষয়ে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দিয়েছিলেন ওই আইনজীবী। পরে নোটিশের জবাব না পাওয়ায় এই রিটটি দায়ের করেন তিনি।স্বরাষ্ট্র, আইন ও টেলিকমিউনিকেশন সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও পরিচালক এবং ৬টি মোবাইল কোম্পানিকে আগামী এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। একইসঙ্গে আগামী ২৪ মার্চ রুলের ওপর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৬/ রশিদা