ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সব প্রাইমারি রাস্তা (বিভিন্ন বড় রাস্তার মোড়) ও পাবলিক প্লেসে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ সোমবার (১৪ মার্চ) দুপুরে ডিএসসিসি ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আয়োজনে রমনায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র খোকন বলেন, ডিএসসিসি ও বিটিসিএলের যৌথ উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটির প্রাইমারি রাস্তা (বিভিন্ন বড় রাস্তার মোড়) ও পাবলিক প্লেসগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হবে। কিছুক্ষণ আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দক্ষিণ সিটির বাসিন্দাররা উন্নতমানের ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।'
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/শরীফ