রাজধানীর যাত্রাবাড়ী থেকে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৫ সদস্যের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিরা হলেন, ময়মনসিংহ জেলা জেএমবির আমির হুজাইফা আকন্দ, ইয়াসিন আলী, মামুনুর রশিদ, আবুল হাশেম ও সফিউল ইসলাম খালিদ।
সোমবার আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) রাহাত খান।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুই ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রবিবার রাতে ডেমরা থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান আসামিদের আটক করে র্যাব। এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ আইইডি, বিস্ফোরক দ্রব্য এবং বোমা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন