প্রধান বিচারপতি ও বিচারাধীন মামলার বিষয়বস্তু নিয়ে আপত্তিকর বক্তব্যের ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। গতকাল মন্ত্রী মোজাম্মেল হক নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আপিল বিভাগে আবেদন করেন। এর আগে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি আবেদন দাখিল করেন। তবে খাদ্যমন্ত্রী দেশের বাইরে থাকায় হাজিরার জন্য এক সপ্তাহ সময় প্রার্থনা করেন।
গত ৮ মার্চ দেশের সর্বোচ্চ আদালত নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বক্তব্যে স্তম্ভিত হয়ে তাদের তলব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন নয় সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ আদেশ দেন।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ ২০১৬/ এস আহমেদ